আফগানিস্তানের ৮৫ ভাগ এলাকা তালেবানের দখলে!

|

আফগানিস্তানের তালেবান সদস্যরা একের পর এক এলাকা দখলে নিচ্ছে। ছবি: সংগৃহীত

আফগানিস্তানের ৮৫ ভাগ এলাকা দখলের দাবি করেছে তালেবান। শনিবারই (১০ জুলাই) নতুনভাবে নিয়ন্ত্রণে নিয়েছে ইরান ও তুর্কিমিনিস্তান সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ ক্রসিং।

ইসলাম কালা এবং তোরগুন্দি কাস্টমস অফিস থেকে জাতীয় পতাকা নামিয়ে নিয়েছে তালেবান সদস্যরা। সরকারের পক্ষ থেকে অবশ্য তালেবানের এই দাবিকে ‘প্রোপাগাণ্ডা’ আখ্যা দেয়া হয়েছে। সরাকারপক্ষ দাবি করছে, নিরাপত্তা বাহিনী নিয়ন্ত্রণ ধরে রাখতে পাল্টা অভিযান চালাচ্ছে ।

আফগানিস্তানের গণমাধ্যমগুলো বলছে, দেশটির ৪০০ জেলার এক-তৃতীয়াংশই বর্তমানে তালেবানের নিয়ন্ত্রণে। আফগানিস্তান থেকে মার্কিন ও ন্যাটো সেনা প্রত্যাহারের ঘোষণার পরই একের পর এক এলাকা দখলে নিচ্ছে সশস্ত্র সংগঠনটি।

সবশেষ, সংখ্যালঘু শিয়া-হাজারা গোষ্ঠীর আবাসস্থল হিসেবে পরিচিত হেরাত প্রদেশ সরকারের হাতছাড়া হয়েছে। এ পরিস্থিতিতে বিপুল সংখ্যক মানুষ প্রাণভয়ে দেশত্যাগ করে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিচ্ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply