সামরিক পতাকা জ্বালাও-পোড়াও’র মাধ্যমে মিয়ানমার জান্তার প্রতি ক্ষোভ প্রকাশ করলেন হাজারো মানুষ। রোববার ইয়াঙ্গুনে ছিলো বিশাল আন্দোলন।
এসময় সেনা সরকার বিরোধী শ্লোগান দেন বিক্ষোভকারীরা। একইসাথে গণতন্ত্রের প্রতীক থ্রি-ফিঙ্গার স্যালুট প্রদর্শন করেন। তাদের ছত্রভঙ্গে লাঠিচার্জ করে নিরাপত্তা বাহিনী; ছোঁড়ে ফাঁকা রাবার বুলেট।
গেলো পাঁচ মাস ধরেই গণতন্ত্রের দাবিতে উত্তপ্ত দেশটি। ফেব্রুয়ারির ১ তারিখ অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী। এরপর থেকে চলমান সহিংসতায় প্রাণ হারিয়েছেন হাজারের কাছাকাছি মানুষ। সাবেক রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি’সহ বন্দি প্রায় ৩ হাজার।
এনএনআর/
Leave a reply