ভারতে বজ্রপাতে ৬৮ জন নিহত

|

ভারতের কয়েকটি স্থানে বজ্রপাতে অন্তত ৬৮ জন নিহত হয়েছে।

ভারতের উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ ও রাজস্থানে ভয়াবহ বজ্রপাতের ঘটনা ঘটেছে। এতে সাত শিশুসহ প্রাণ হারিয়েছে অন্তত ৬৮ জন। রোববার (১১ জুলাই) থেকে শুরু হওয়া বৃষ্টিপাতের সময় এ বজ্রপাতের ঘটনা ঘটে।

বজ্রপাতে ভারতের উত্তর প্রদেশে ৪১ জন, রাজস্থানে ২০ জন এবং মধ্যপ্রদেশে ৭ জন নিহত হয়েছেন। উত্তর প্রদেশের কানপুর, প্রয়াগরাজ, কুসুম্বি, ফিরোজাবাদ, উননাও ও চিত্রাকোটে ঘটেছে এ হতাহতের ঘটনা। এর মধ্যে রাজধানী প্রয়াগরাজে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি।

এছাড়াও রাজস্থানের জয়পুরের আমির প্রাসাদের সামনেই ২০ জনের মৃত্যু হয়। বৃষ্টির মাঝেই প্রাসাদের সামনের একটি ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে সেলফি তুলছিলেন অন্তত ২৭ জন। সেসময় বজ্রপাতের আঘাতে ও টাওয়ার থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হন অনেকে।

নিহতদের পরিবারকে পাঁচ লাখ রুপি করে ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছে রাজস্থান সরকার। আর দুই লাখ রুপি দেবে মধ্যপ্রদেশ সরকার।

এ ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply