হবিগঞ্জে ৯ কেজি সাপের বিষসহ ২ পাচারকারী গ্রেফতার

|

গ্রেফতারকৃত জসিম উদ্দিন ও আলাউদ্দিন

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জে প্রায় ৯ কেজি সাপের বিষসহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। র‍্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু মুছা মোহাম্মদ শরীফুল ইসলামের নেতৃত্বে একদল র‍্যাব সদস্য সদর উপজেলার আটঘরিয়া গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করে।

এসময় তাদের কাছ থেকে সাপের বিষসহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হল হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়নের আটঘরিয়া গ্রামের আব্দুল বারিকের ছেলে জসিম উদ্দিন ও একই গ্রামের এজাবত আলীর ছেলে আলাউদ্দিন।

র‍্যাব জানায়, রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটঘরিয়া গ্রামে জসিম মিয়ার বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৬টি জারের মধ্যে থাকা প্রায় ৯ কেজি ওজনের সাপের বিষ। এছাড়াও উদ্ধার করা হয়েছে ১টি গাইড বই, ১টি গাইডলাইন ডিভিডি, সাপের বিষের নমুনা প্যাকসহ বেশ কিছু সরঞ্জাম।

পুলিশ জানায়, আজ সোমবার (১২ জুলাই) সকালে গ্রেফতারকৃতদের থানায় হস্তান্তর করেছে র‍্যাব। বিকেলে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply