ফিলিস্তিনে সরকারবিরোধী আন্দোলন সত্ত্বেও দেশটির শ্রমমন্ত্রী হিসেবেই দায়িত্ব পালন করবেন নাসির আবু জইশ। তার পদত্যাগপত্র গ্রহণ করেনি কর্তৃপক্ষ।
গত কয়েকদিন ধরে পুলিশি হেফাজতে মানবাধিকারকর্মী এবং বিরোধী নেতার মৃত্যুতে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের পদত্যাগ দাবি করে আসছে বিক্ষোভকারীরা। এ পরিস্থিতিতে, গেলো মাসেই ফাতাহ্ নেতৃত্বাধীন সরকারের সাথে কাজ করার ব্যাপারে অস্বীকৃতি জানান শ্রমমন্ত্রী। দু’বার পদত্যাগপত্রও জমা দিলেও সেটি ফিরিয়ে দেয় প্রধানমন্ত্রীর দফতর। উল্টো জানায়, শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাতে হবে নাসিরকেই।
উল্লেখ্য, সরকার দুর্নীতিগ্রস্ত এমন অভিযোগ সম্বলিত ভিডিও প্রকাশের পর মানবাধিকারকর্মী নাইজার বানাতকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে কারাগারেই হয় তার মৃত্যু।
Leave a reply