বিশ্বজুড়ে করোনায় মোট মৃত্যু ছাড়ালো ৪০ লাখ ৫৫ হাজার

|

বিশ্বজুড়ে করোনায় মোট মৃত্যু ছাড়ালো ৪০ লাখ ৫৫ হাজার

ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে আরও ৬ হাজারের বেশি মানুষের প্রাণ গেলো করোনাভাইরাসে। মহামারিতে মোট মৃত্যু ছাড়ালো ৪০ লাখ ৫৫ হাজার।

টানা দ্বিতীয় দিনের মতো দৈনিক প্রাণহানির শীর্ষে ইন্দোনেশিয়া। ২৪ ঘণ্টায় ৮৯১ জনের মৃত্যু হয়েছে সেখানে। এদিন সংক্রমণের দিক থেকেও শীর্ষে ছিল দেশটি। সংক্রমিত শনাক্ত হয়েছে ৪০ হাজার ৪শ’য়ে ওপর।

দৈনিক মৃত্যু সংখ্যায় পরের অবস্থানে ব্রাজিল। সোমবার কোভিডে ৭৬৫ জনের প্রাণহানি হয়েছে দেশটিতে। ৭ শতাধিক মৃত্যু হয়েছে রাশিয়াতেও। ৫শ’য়ের ওপর প্রাণহানি দেখলো কলম্বিয়া।

এদিকে আরেক লাতিন দেশ আর্জেন্টিনাতেও মারা গেছে ৫শ’য়ের কাছাকাছি। এদিন ভারতে কিছুটা কম ছিল প্রাণহানি। ৪৯৫ জনের মৃত্যু হয়েছে দেশটিতে। সাড়ে ২৭ হাজারের মতো মানুষ চিহ্নিত হয়েছে সংক্রমিত হিসেবে।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২২১টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। পরে ১১ মার্চ, ২০২০ সালে করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply