বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন

|

বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন

প্রয়াত বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকীতে তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্বজন ও যমুনা পরিবারের সদস্যরা।

মঙ্গলবার সকালে যমুনা গ্রুপের বর্তমান চেয়ারম্যান সালমা ইসলাম এমপি মরহুমের কবর জিয়ারত করেন। সাথে ছিলেন পরিবারের সদস্যরা। এরপর কর্মবীর নুরুল ইসলামের কবরে শ্রদ্ধা নিবেদন করেন যমুনা পরিবারের সদস্যরা। আত্মার মাগফেরাত কামনায় করেন দোয়া পাঠ।

এসময় তার কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন দীর্ঘ সময়ের সহকর্মীরা। মহান মুক্তিযুদ্ধে অনবদ্য অংশগ্রহণ, হাজারও মানুষের কর্মসংস্থানসহ গণমাধ্যমের অগ্রযাত্রায় নুরুল ইসলামের অবদানের কথাও তুলে ধরেন তারা।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply