২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে কয়েক জেলায় মারা গেছেন ১১০ জন

|

২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে কয়েক জেলায় মারা গেছেন ১১০ জন

ছবি: সংগৃহীত

গেলো ২৪ ঘণ্টায় বিভিন্ন জেলায় করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১১০ জন। এরমধ্যে রাজশাহী মেডিকেলে মৃত্যু হয়েছে ১৯ জনের। মৃতদের মধ্যে ৮ জন করোনা পজেটিভ এবং বাকীদের উপসর্গ ছিলো।

খুলনার চারটি করোনা বিশেষায়িত হাসপাতালেও সমান সংখ্যক ১৯ জন মারা গেছেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে ১৮ জনের। এরমধ্যে ১০ জনের করোনা শনাক্ত হয়েছিলো। ৮ জন মারা গেছেন উপসর্গ নিয়ে।

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গেলো ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ১১ জন। চট্টগ্রামে প্রাণ গেছে ১০ জনের। এছাড়া করোনা ও উপসর্গ নিয়ে টাঙ্গাইলে ৯, কুষ্টিয়ায় ৯, ঠাকুরগাঁয়ে ৬, বরগুনায় ৬ এবং দিনাজপুরে ৩ জনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিলো গত বছরের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply