ঘৌতায় নির্বিচার বিমান হামলায় বিশ্বজুড়ে নিন্দা

|

The damaged cars and buildings are seen in the besieged town of Douma, Eastern Ghouta, Damascus, Syria February 25, 2018. REUTERS/Bassam Khabieh

সিরিয়ার ঘৌতায় সরকারি বাহিনীর চলমান বিমান হামলার ঘটনায় তীব্র নিন্দা আর ক্ষোভ চলছে বিশ্বজুড়ে। অবিলম্বে বিমান হামলা বন্ধে সিরিয়ান প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্ব নেতারা।

ব্রিফিংয়ে ঘৌতার বিমান হামলাকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে আখ্যা দেন ফ্রান্স, অস্ট্রেলিয়া এবং ইইউ জোটের নেতারা। নিরাপরাধ মানুষের ওপর নির্বিচার বিমান হামলা বন্ধের পাশাপাশি রাসায়নিক হামলার বিষয়েও তদন্তের দাবী জানান তারা।

এদিকে, রাশিয়ার পর এবার জাতিসংঘের অস্ত্রবিরতি প্রস্তাবকে সমর্থন জানিয়েছে সিরিয়ার বিদ্রোহী জোট- জইশ আল ইসলাম। ঘৌতায় অস্ত্রবিরতি কার্যকরে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর ঘোষণায়ও দেয়া হয় আসাদ বিরোধীদের তরফ থেকে।

এরআগে, ঘৌতায় মানবিক যুদ্ধবিরতির ঘোষণা দেয় রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, প্রতিদিন ৫ ঘণ্টার জন্য কার্যকর থাকবে এই মানবিক যুদ্ধবিরতি। সরকারি বাহিনীর বিমান হামলায় শহরটিতে গেল ৭ দিনে প্রাণ গেছে প্রায় ৬শ’ মানুষের।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply