৪ লাখে গরু কিনলে ছাগল ফ্রি!

|

Exif_JPEG_420

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় গরু নিলে ক্রেতাকে একটি ছাগল উপহার দেয়ার ঘােষণা দিয়েছেন এক গরু বিক্রেতা। উপজেলার সদর ইউনিয়নের ভােটহাট গ্রামের ইব্রাহিম আলী মঙ্গলবার (১৩ জুলাই) ৮ ফুট দৈর্ঘ্য ও ৬ ফুট উচ্চতার একটি সাদা বলদ বিক্রির জন্য ভূরুঙ্গামারী হাট নিয়ে আসেন। তিনি বলদটির দাম হাঁকিয়েছেন ৪ লাখ টাকা।

বিক্রেতা ইব্রাহিম আলী জানান, বলদটির ওজন ২০ মণ। ক্রেতারা এখন পর্যন্ত সাড়ে তিন লাখ টাকা দাম বলেছেন। ক্রেতা ৪ লাখ টাকায় বলদটি কিনলে তাকে একটি ছাগল উপহার দেবেন তিনি।

বিক্রেতা আরও বলেন, প্রায় ৭ মাস আগে ১ লাখ ১৩ হাজার টাকা দিয়ে তিনি ভূরুঙ্গামারী হাট থেকে বলদটি কিনে নেন। বলদটিকে দৈনিক সাড়ে ৩ কেজি গমের ভুষি, ২ কেজি ধান কুড়া, দেড় কেজি কালাইয়ের ভুষি, ১ কেজি খুদ ও ২ আঁটি শুকনা খড় খাওয়ানো হয়। এতে মাসে ১২ থেকে ১৩ হাজার টাকা খরচ করেছেন তিনি।

হাট ইজারাদার আনোয়ারুল হক বলেন, হাটে বড় একটি গরু ওঠেছিল। সেই বিক্রেতা গরুর সাথে একটি ছাগল ফ্রি দিতে চেয়েছেন এমনটি শুনেছি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply