যুক্তরাষ্ট্রে তীব্র তাপদাহে নিহত কমপক্ষে ৭১

|

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ডে তীব্র তাপদাহে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৭১ জন। এখনো অরেগন রাজ্যে নিয়ন্ত্রণে আনা যায়নি দাবানল।

মঙ্গলবার (১৩ জুলাই) শহরের স্বাস্থ্য অধিদফতরের বিবৃতিতে জানানো হয়, গেলো ১৫ দিনেই প্রাণহানির এ সংখ্যা ছিলো ৫৪ জন। নিহতরা সবাই প্রাপ্তবয়স্ক। ৪৮ থেকে ৯৭ বছরের মধ্যে হতভাগ্যদের বয়স।

দেশটির এক তদন্ত প্রতিবেদন অনুসারে জানা যায়, যথেষ্ট শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা না থাকায় ঘরেই হিটস্ট্রোকে মারা গেছেন বেশিরভাগ মানুষ। বর্তমানে পোর্টল্যান্ডের তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে দাবানলে পুড়ছে ক্যালিফোর্নিয়া রাজ্যের ৩৯ স্কয়ার কিলোমিটার এলাকা। হুমকির মুখে ছয় শতাধিক ঘরবাড়ি ও স্থাপনা। বাসিন্দাদের সরানো হয়েছে নিরাপদ আশ্রয়ে।

এর আগে গত মাসে তীব্র তাপদাহ অনুভূত হয় কানাডা-যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী এলাকাগুলোয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply