টালমাটাল রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই ৫ম বারের মতো নেপালের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলেন শের বাহাদুর দেউবা।
মঙ্গলবার সকালে দেশটির প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভাণ্ডারি প্রধানমন্ত্রী হিসেবে তাকে শপথবাক্য পাঠ করান। নেপালের অন্যতম বড় রাজনৈতিক দল ‘নেপালি কংগ্রেস পার্টি’র সভাপতি দেউবা। মূলতঃ দেশটির সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী তিনি দেশের প্রধানমন্ত্রীর পদে নিয়োগ পেলেন।
সংবিধান অনুসারে, এই পদ পাকাপোক্ত করতে তাকে আগামী ৩০ দিনের মধ্যে পার্লামেন্টের আস্থা ভোটে জিততে হবে।
১৯৯৫ সালে, প্রথমবারের মতো সরকার প্রধানের দায়িত্বে বসেন ৭৫ বছর বয়সী এই রাজনীতিক।
এনএনআর/
Leave a reply