স্বাস্থ্যবিধি না মানলে যাত্রীসহ লঞ্চ মালিকদেরও জরিমানা করা হবে: নৌ প্রতিমন্ত্রী

|

সাংবাদিকদের সাথে কথা বলার সময় নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

ঈদ যাত্রায় স্বাস্থ্যবিধি না মানলে যাত্রীসহ লঞ্চ মালিকদেরও জরিমানা করা হবে বলে জানিয়েছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

বুধবার (১৪ জুলাই) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন নৌ প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ করতে তৎপর নৌ মন্ত্রণালয়। যাত্রীদের শতভাগ স্বাস্থ্যবিধি মানতে হবে। মাস্ক ছাড়া যাত্রীদের জরিমানা করা হবে। এর ব্যত্যয় করলে লঞ্চ মালিকদেরও জরিমানা করা হবে।

নৌ প্রতিমন্ত্রী আরও বলেন, গার্মেন্টস কলকারখানা বন্ধ থাকায় ঈদের আগে পরে বহু শ্রমিক ঢাকা ছাড়বে। তাদের যাত্রা নির্বিঘ্ন করতে কাজ করা হচ্ছে। কর্মহীন নৌ শ্রমিকদেরও প্রণোদনা দেয়া হবে। এছাড়া সদরঘাটের উন্নয়ন কাজ চলছে। নতুন পন্টুন লাগানো হচ্ছে। আর আজ রাত ১২টা থেকে চালু হচ্ছে লঞ্চ।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply