রাজধানীর হাসপাতালগুলোতে রোগীর চাপ; তীব্র চিকিৎসা সংকট

|

রাজধানীর হাসপাতালগুলোতে রোগীর চাপ; তীব্র চিকিৎসা সংকট

ছবি: সংগৃহীত

রাজধানীর হাসপাতালগুলোতে করোনা রোগী বেড়ে যাওয়ায় তীব্র হয়েছে চিকিৎসা সংকট। একের পর এক হাসপাতাল ঘুরেও বেড না পেয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও স্বজনদের।

আক্রান্তদের বেশিরভাগই আসছেন ঢাকার বাইরে থেকে। রোগীদের বড় একটি অংশই শ্বাসকষ্ট নিয়ে আসায় বেড়েছে আইসিইউ’র চাহিদা।

এরইমধ্যে রাজধানীর সব করোনা হাসপাতালে সক্ষমতার চেয়ে বেশি রোগী ভর্তি আছে। ফলে হাসপাতালে অতিরিক্ত রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। এমন পরিস্থিতিতে রোগীর অবস্থা বিবেচনা করে ভর্তি নেয়া হচ্ছে। শেষ মুহূর্তে হাসপাতালে আসায় এদের অনেকের অবস্থা সংকটাপন্ন বলেও জানান চিকিৎসকরা।

এদিকে উপসর্গ নিয়ে করোনা পরীক্ষা করতে আসা মানুষের দীর্ঘ লাইনও দেখা গেছে টেস্ট বুথগুলোয়।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply