হেঁচকি ওঠায় হাসপাতালে ব্রাজিলের প্রেসিডেন্ট

|

হাসপাতালে ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো। ছবি: সংগৃহীত

টানা হেঁচকি ওঠায় ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারোকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এসময় তাকে ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে। বুধবার প্রেসিডেন্টের দপ্তর এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির।

২০১৮ সালে নির্বাচনী প্রচারের সময় ছুরিকাঘাতে বলসোনারো আহত হওয়ার পর থেকেই এই নেতার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ রয়েছে। ওই হামলায় গুরুতর আহত হয়ে তার শরীরের ৪০ শতাংশ রক্ত ঝরে যায়। ফলে বেশ কয়েকটি সার্জারির মধ্য দিয়ে যেতে হয় তাকে।

চিকিৎসা বিশেষজ্ঞরা জানিয়েছেন জইর বলসোনারোর হেঁচকি ওঠার সঙ্গে হয়তো তার পেটে সার্জারির সঙ্গে সম্পর্ক থাকতে পারে।

প্রেসিডেন্টের দপ্তরের বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্টকে সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবেন তিনি। তবে তাকে হাসপাতালে রাখাটা খুব বেশি প্রয়োজনীয় নয়।

আরও বলা হয়, তিনি ভালো অনুভব করছেন এবং সুস্থ বোধ করছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply