পাক-আফগান সীমান্ত ক্রসিং দখলে নিয়েছে তালেবান

|

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে পাকিস্তানের সঙ্গে গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিং ‘স্পিন বলদাক’ দখল করলো তালেবান।

বুধবার (১৪ জুলাই) গুরুত্বপূর্ণ এই ট্রানজিটে থাকা আফগানিস্তানের সরকারি সেনারা তালেবানের কাছে আত্মসমর্পণ করে। এরপরই সরকারি বাহিনী এবং আফগানিস্তানের জাতীয় পতাকা নামিয়ে নেয় তালেবান। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই সীমান্ত সরাসরি পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের সাথে যুক্ত। সেখানে সশস্ত্র সংগঠনটির শীর্ষ নেতারা দীর্ঘদিন অবস্থান করছিলেন।

উল্লেখ্য, মে মাসের ১ তারিখ আফগানিস্তান থেকে মার্কিন ও ন্যাটো সেনা প্রত্যাহার শুরুর পরই সক্রিয় হয়ে উঠে তালেবান। নিয়ন্ত্রণ ঘোষণা করে দেশটির এক-তৃতীয়াংশ এলাকায়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply