কাশ্মিরে সেনা অভিযানে সশস্ত্র গোষ্ঠীর সদস্য সন্দেহে ৩ জন নিহত হয়েছেন। তবে এ ঘটনায় স্থানীয়রা বিক্ষোভ করেছে। বিক্ষোভ দমনে টিয়ারগ্যাস ছোঁড়ার খবর পাওয়া গেছে।
বুধবার (১৪ জুলাই) পুলওয়ামায় হয় এ ঘটনা। গণমাধ্যমের তথ্য অনুযায়ী সন্দেহভাজন একটি দল আশ্রয় নিয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে একটি বাড়িতে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। সেনাবাহিনীর দাবি, তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে সন্দেহভাজনরা। এসময় নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযান করলে ওই তিনজন নিহত হয়।
এরপরই বিক্ষুব্ধ হয়ে ওঠে স্থানীয়রা। নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করে তারা। পরে আন্দোলন ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে টিয়ারগ্যাস ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করা হয়।
Leave a reply