টোকিও অলিম্পিকে অংশ নিচ্ছে শরণার্থী অ্যাথলেট দল

|

১১টি দেশে জন্মানো ২৯ সদস্যের শরণার্থী অ্যাথলেট দল মোট ১২টি ইভেন্টে লড়াই করবে। সংগৃহীত ছবি।

টোকিও অলিম্পিকের এবারের আসরে ২৯ সদস্যের শরণার্থী অ্যাথলেটদের একটি দল অংশগ্রহণ করছে। ১১টি দেশে জন্মানো এই অ্যাথলেটরা ২০৫টি দেশের প্রতিদ্বন্দীদের সাথে সাঁতার, সাইক্লিং, কারাতে, জুডোসহ মোট ১২টি ইভেন্টে লড়াই করবে। আগামী ২৩ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত চলবে এবারের আসর। উদ্বোধনী অনুষ্ঠানে নিজ দেশ নয় বরং অলিম্পিকের পতাকা বহন করবে এই দলটি।

কাতারের দোহায় চলছে তাদের অনুশীলন। এর মধ্যেই একজন ২৮ বছরের রোজ নাথিকে লিকোনিয়েন। থাকেন কেনিয়াতে। তিনি বলছেন, সমস্ত শরণার্থী অ্যাথলেটদের কাছে তিনি সেরাটা প্রত্যাশা করেন। তিনি বলেন, বিশ্বের সমস্ত শরণার্থীদের আশার বার্তা দিচ্ছেন তারা। কারণ তারা সারা বিশ্বের শরণার্থী সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করছেন।

টোকিও অলিম্পিকের অংশগ্রহণ করছেন ২১ বছরের সিরিয়ান সাঁতারু আলা মাসু। জার্মানিতে বসবাস করা মাসুর লক্ষ্য বিশ্বের সকল শরণার্থীদের অনুপ্রেরণা দেয়া। জানান, যারা নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছেন, তাদের অনুপ্রাণিত করাই তার লক্ষ্য।

এর আগে ২০১৬ সালের রিও অলিম্পিকে অংশগ্রহণ করেছিলো শরণার্থী অ্যাথলেট দল। আগামী ২৩ জুলাই থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে টোকিও অলিম্পিক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply