স্পেনে লকডাউনকে অসাংবিধানিক ঘোষণা

|

গত বছর স্পেনে জারি করা লকডাউন অসাংবিধানিক বলে রায় দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। সংগৃহীত ছবি।

করোনা বিস্তার রোধে গত বছর স্পেনে জারি করা লকডাউন অসাংবিধানিক বলে রায় দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। বুধবার (১৪ জুলাই) এ রায় ঘোষণা করা হয়।

এই রায়ের ফলে, বিধিনিষেধ লঙ্ঘনের দায়ে যাদের জরিমানা হয়েছে তারা অর্থ ফেরত পাওয়ার আবেদন করতে পারবেন। অবশ্য অর্থদণ্ডের জন্য সরকারের বিরুদ্ধে মামলা করা যাবে না বলে স্পষ্ট করা হয়েছে ওই রায়ে।

কোভিডের ফার্স্ট ওয়েভ মোকাবেলায় ২০২০ সালের ১৪ মার্চ জরুরি অবস্থা জারি করেছিল স্পেন। সর্বোচ্চ সতর্কতার কারণে সবাইকে বাধ্যতামূলক ঘরে থাকার নির্দেশনা দেয়া হয়। জরুরি পণ্য ছাড়া সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। জুন পর্যন্ত জারি ছিল বিধিনিষেধ।

স্প্যানিশ আদালতের বিচারকরা সিদ্ধান্তে পৌঁছান, আইনগতভাবে জরুরি অবস্থা জারি লকডাউনকে বৈধতা দিতে পারে না। কারণ, লকডাউনের ফলে জারিকৃত কড়াকড়ি অবস্থা মৌলিক অধিকারকে বাধাগ্রস্ত করেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply