পরিকল্পনা প্রতিমন্ত্রী হচ্ছেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ-জিইডি’র সদ্য সাবেক সদস্য ড. শামসুল আলম। এক যুগ চুক্তিভিত্তিক এই বিভাগের দায়িত্ব পালন করেছেন তিনি।
গত ৩০ জুন তার মেয়াদ শেষ হয়েছে। আগামী রোববার প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেয়ার কথা রয়েছে। শামসুল আলম পেশাগত জীবনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩৫ বছর অধ্যাপনা শেষে প্রেষণে ছুটিতে যান। ২০০৯ সালের ১ জুলাই পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে যোগদান করেন তিনি।
এদিকে, কর্মজীবনে দারিদ্র্য-বিমোচন কৌশলপত্র সংশোধন ও পূর্ণ বিন্যাস, ষষ্ঠ-সপ্তম-অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা, জাতীয় টেকসই উন্নয়ন কৌশলপত্র ও শতবর্ষের ডেল্টা প্ল্যানসহ নানা পরিকল্পনা প্রণয়নে ভূমিকা রেখেছেন তিনি। কাজের স্বীকৃতিস্বরূপ অর্থনীতিতে একুশে পদক লাভ করেন ড. শামসুল আলম।
ইউএইচ/
Leave a reply