স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর:
করোনায় কর্মহীন রংপুরের ২ হাজার ক্ষুদ্র নৃগোষ্ঠি ও দলিত সম্প্রদায়ের লোকজনকে খাদ্য সামগ্রী সহায়তা দিয়েছে ইউএনডিপি এবং সুইজারল্যান্ড দূতাবাস।
শুক্রবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১ টায় রংপুরের মিঠাপুকুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে ইউএনডিপি এবং সুইজারল্যান্ড দূতাবাসের আর্থিক সহায়তায় আন্তর্জাতিক মানবাধিকার কমিশন এবং বেসরকারি সংগঠন ডপস ও অবলম্বনের সহায়তায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এর আগে সদর উপজেলাসহ বিভিন্ন স্থানে এই ত্রাণ দেয়া হয়।
বাস্তবায়নকারী বেসরকারি সংস্থা গাইবান্ধার অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তি বলেন, মূলত ক্ষুদ্র-নৃগোষ্ঠি সম্প্রদায় সবসময় থাকে অবহেলিত। ইউএনডিপি এবং সুইজারল্যান্ড দূতাবাসের আর্থিক সহায়তায় অবহেলিত মানুষদের সাহায্য করতে পেরে তারা আনন্দিত। জানালেন এই সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার প্রচেষ্টার কথাও।
Leave a reply