টোকিও অলিম্পিক গেমসে চীনের ইউনিফর্মকে কুৎসিত বলে মন্তব্য করেছে নেট মাধ্যম। এমনকি ইউনিফর্মগুলোকে টমেটো এবং ডিমের সাথেও তুলনা করা হয়েছে।
বুধবার (১৪ জুলাই) চীনের একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় টোকিও অলিম্পিক গেমসের ইউনিফর্ম। আর সাথে সাথেই ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। পুরুষ এবং নারী উভয় অ্যাথলেটদের বর্তমান ইউনিফর্ম হালকা বেগুনি রঙের স্যুট, যার মধ্যে আছে লাল রঙের কলার।
নতুন ইউনিফর্মগুলোকে পূর্বের ইউনিফর্মের সাথে তুলনা করে কুৎসিত মন্তব্য করেছে নেটিজেনরা। এর আগে ২০১৬ সালের রিও অলিম্পিকে চীনের ইউনিফর্ম ছিল হলুদ এবং লাল রঙের। নেটিজেনরা তা নিয়ে মন্তব্য করেছিল যে, পোষাকগুলো দেখতে টমেটো দিয়ে ডিম ভাজির মত। এখন পর্যন্ত অনলাইনে ইউনিফর্মগুলো নিয়ে ১ লাখ ২০ হাজার মন্তব্য করা হয়েছে।
Leave a reply