জিম্বাবুয়ের বিপক্ষে কেবল ১৫৫ রানের বিশাল জয়ই নয়, বাংলাদেশ পেয়ে গেল বিশ্বকাপ সুপার লিগের জন্য মূল্যবান ১০টি পয়েন্ট। হারারেতে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের দেয়া ২৭৭ রানের টার্গেটে ব্যাট করে অলরাউন্ডার সাকিব আল হাসানের বোলিং তোপে পড়ে জিম্বাবুয়ের ইনিংস গুটিয়ে যায় ২৮.৫ ওভারে মাত্র ১২১ রানে। সাকিব ৩০ রানের বিনিময়ে তুলে নেন পাঁচ উইকেট।
শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়া বাংলাদেশ শেষ পর্যন্ত লিটন দাসের সেঞ্চুরিতে ৯ উইকেটে করে ২৭৬ রান। হারারেতে শূন্য রানে তামিম ইকবালকে তুলে নেন মুজারাবানি। ১৯ রান করা সাকিবও শিকার হন তার। ৭৪ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। তবে লিটন দাসকে সাথে নিয়ে ৯৩ রানের জুটিতে বিপর্যয় সামাল দেন আবারও মাহমুদউল্লাহ রিয়াদ। ৩৩ রানে রিয়াদ সাজঘরে ফিরলেও ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নেন লিটন। শেষ দিকে আফিফ হোসেনের ঝড়ো ৪৫ ও মেহেদী মিরাজের ২৬ রানে লড়াকু পুঁজি পায় বাংলাদেশ।
জবাবে নিয়মিত বিরতিতেই উইকেট হারায় জিম্বাবুয়ে। তাসকিন ও সাইফুদ্দিন আঘার হানেন শুরুতেই। তারপর ডিওন মায়ার্সকে ফিরিয়ে তাসকিন, সাইফুদ্দিনের সাথে যোগ দেন শরিফুল। জিম্বাবুয়ে অধিনায়ক ব্রেন্ডন টেলরকে ফিরিয়ে আগমনী বার্তা দেন সাকিব। এরপর চেজিস চাকাভা ছাড়া প্রতিরোধ গরতে পারেননি কেউই। সাকিবের ঘূর্ণিতে একের পর এক সাঝঘরে ফেরেন জিম্বাবুয়ে ব্যাটাররা। ইনিংস সর্বোচ্চ ৫৪ রান করেন চাকাভা।
ব্রেন্ডন টেইলরের উইকেট তুলে ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ ২৭০ উইকেটের মালিক হন সাকিব আল হাসান। তারপর তিনি উইকেট সংখ্যাকে তিনি যান ২৭৪ এ।
Leave a reply