লকডাউন তুলে দিয়ে দেশজুড়ে করোনা ছড়িয়ে দিচ্ছে সরকার: বিএনপি

|

ঈদ উৎসব ঘিরে বাড়ি ফিরছে মানুষ। ২৩ জুলাই থেকে আবারও কঠোর লকডাউন। তাই ঈদের পর দিনই নগরমুখি হবেন তারা। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপি বলেছে, সরকারের এমন অপরিকল্পিত সিদ্ধান্তে ভাইরাসের বিস্তার সারা দেশে আরও ছড়িয়ে পড়বে।

বিএনপির পক্ষ থেকে গঠিত করোনা পর্যবেক্ষণ কমিটির আহ্বায়ক টুকু বলেন, সরকারের অপরিকল্পিত সিদ্ধান্তে বাংলাদেশে করোনা পরিস্থিতি জটিল হয়েছে। সকালে অনলাইন সংবাদ সম্মেলনে সরকারি নানা পদক্ষেপের সমালোচনা করেন তিনি।

স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ঈদের আগে লকডাউন উঠিয়ে নিয়ে সারা দেশে করোনা ভাইরাস ছড়িয়ে দেয়ার ব্যবস্থা করেছে সরকার। এছাড়াও করোনা দুর্গতদের সহায়তায় বিএনপির কর্মসূচিতে সরকার বাধা দিচ্ছে বলে আভিযোগ করেছেন তিনি।

অন্যদিকে, স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, মহামারির মধ্যেও দুর্নীতি বন্ধ করেনি সরকার।

স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, মহামারির সময়টাতে মানুষের কল্যাণে কোন ধরণের কার্যকরী ব্যবস্থা নিতে পারছে না সরকার। স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারীর বাবু ফাউন্ডেশনের উদ্যোগে খাবার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ভার্চুয়াল এই সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক ফরহাদ হালিম ডোনার, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সাখাওয়াত হাসান জীবনসহ জেলা নেতৃবৃন্দ অংশ নেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply