ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি সাকিব আল হাসান

|

টেস্ট ও টি-২০ এর পর ওয়ানডে ক্রিকেটেও বাংলাদেশের সর্বোচ্চ উইকেট এখন সাকিবের। ছবি: সংগৃহীত

টেস্টে ২১০ এবং টি-২০ তে ৯২ উইকেট নিয়ে সাকিব আল হাসান দুই ফরম্যাটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন আগেই। এবার মাশরাফী বিন মুর্তজার ২৬৯ উইকেটকে টপকে ওয়ানডে ক্রিকেটেও সবার উপরে উঠে গেলেন সাকিব। তিন ফরম্যাটেই এখন বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি তাই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

জিম্বাবুয়ের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ব্রেন্ডন টেলরকে আউট করে এককভাবে শীর্ষে উঠে যান সাকিব। ম্যাচে আরও চারবার উল্লাসে মেতে উইকেট সংখ্যাকে ২৭৪ এ নিয়ে যান তিনি। ২১৩ ওয়ানডেতে এই রেকর্ড সংখ্যক উইকেটের পাশাপাশি ৬৪৭৪ রান এই বাঁ হাতি স্পিনিং অলরাউন্ডারের।

তবে ওয়ানডের সর্বোচ্চ উইকেট শিকারি সাকিব এই প্রথম হননি। ২০১৬ সালের সেপ্টেম্বরেও একবার সেরা উইকেট শিকারি হয়েছিলেন তিনি। তারপর সাকিবকে টপকে যান মাশরাফী। ২০২০ সালের মার্চে শেষ ওয়ানডে খেলা মাশরাফী হয়তো তার উইকেট সংখ্যায় আর যোগ করবেন না কিছুই। সাকিবের রেকর্ড তাই বেশ কিছুদিন তারই থাকছে।

কেবল বাংলাদেশই না, ৩৬২ উইকেট নিয়ে টি-২০ ক্রিকেটে বিশ্বের সর্বাধিক উইকেট শিকারির তালিকাতেও সাকিব আছেন ৬ এ। এর সাথে আরও একটি ঈর্ষণীয় তালিকাতেও আছেন বাংলাদেশের এই অলরাউন্ড সেনসেশন। ওয়ানডে ক্রিকেটে ৬০০০ এর বেশি রান ও ২৫০+ উইকেট থাকা মাত্র চারজন অলরাউন্ডারের একজন হচ্ছেন সাকিব আল হাসান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply