ঈদে ঘরমুখী মানুষদের নিয়ে যাওয়ার সময় চট্টগ্রাম ও রংপুরে দুটি বাস খাদে পড়ে ৫ জন মারা গেছেন। আহত হয়েছেন আরও ১৮ জন।
চট্টগ্রাম থেকে সাতকানিয়া যাওয়ার পথে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আটজন।
পুলিশ জানিয়েছে, শুক্রবার সকালে চট্টগ্রাম থেকে যাত্রী নিয়ে বাসটি সাতকানিয়া যাচ্ছিল। উপজেলার নয়াখালের মুখ এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। নিহতরা হলেন- মো. আজিজুল ইসলাম (৪০) এবং গিয়াস উদ্দিন (৪০) ও তার স্ত্রী। গিয়াসের স্ত্রীর নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত আটজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে রংপুরে একটি বাস খাদে পড়ে সুপারভাইজার ও এক যাত্রীর প্রাণ গেছে; আহত হয়েছেন অন্তত ১০ জন। পীরগঞ্জ উপজেলার বিশমাইল কলাবাড়ান এলাকার ঢাকা-রংপুর মহাসড়কে শুক্রবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন সুপারভাইজার রাজা মিয়া (৩৫) ও যাত্রী মফিদুল ইসলাম (৩০)।
/কিউএস
Leave a reply