সন্ত্রাসী হামলায় নিহত হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মইসির শেষকৃত্য অনুষ্ঠিত হবে ২৩ জুলাই। ক্যাপ-হাইতিয়েনে তার শেষকৃত্যের অনুষ্ঠান সম্পন্ন হবে বলে জানিয়েছেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ক্লদে জোসেফ।
প্রেসিডেন্ট মইসির ওপর চালানো হামলায় তার স্ত্রী মার্টিন মইসিও আহত হয়েছিলেন। এক সংবাদ সম্মেলনে ক্লদে জোসেফ জানিয়েছেন, মার্টিন মইসি যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মইসির শেষকৃত্যে অংশ নিতে দেশে ফিরবেন বলেও জানিয়েছেন জোসেফ।
গত ৭ জুলাই ৫৩ বছর বয়সী মইসিকে সন্ত্রাসীরা হত্যা করে। এর পরপরই দেশটিতে অস্থিতিশীলতা সৃষ্টি হতে থাকে। অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ক্লদে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে, এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করেন।
মইসির হত্যাকাণ্ডে ২৮ জন ব্যক্তির সংশ্লিষ্টতা পেয়েছে পুলিশ। এর মধ্যে ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও ক্রসফায়ারে নিহত হয়েছে ৩ জন। বাকি ৮ জন এখনও পলাতক বলে পুলিশ জানিয়েছে।
২০১৭ সাল থেকে হাইতির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন জোভেনেল মইসি।
Leave a reply