পরবর্তী ফুটবল মৌসুমের দিনক্ষণ চূড়ান্ত হয়নি বাফুফের কার্যনির্বাহী কমিটির সভায়। এছাড়াও বেশ কয়েকটি এজেন্ডা আলোচনা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। আলোচনা অসমাপ্ত রেখেই সভা শেষ হয়েছে বলে জানিয়েছে ফুটবল ফেডারেশন।
এছাড়া বর্ষায় ফুটবল মৌসুম শুরু হলে বৃষ্টি বাধায় বিপাকে পড়তে হয় ফেডারেশনকে। তাই নতুন ফুটবল মৌসুম শীতে শুরু করার পক্ষে মত ছিলো অধিকাংশ কর্তার। তবে কিছু জটিলতা থাকায় শীতে মৌসুম শুরু নিয়ে রয়েছে অনিশ্চয়তা।
ফিফার করোনা ফান্ডের অর্থ কোথায় ব্যয় হবে সে নিয়েও আলোচনা হয়েছে সভায়। পাশাপাশি লকডাউনে চলমান লিগের অসমাপ্ত অংশ কীভাবে শেষ করা হবে এ ব্যাপারেও আলোচনা হয়।
এছাড়া জাতীয় দলের জন্য পেশাদার ম্যানেজার নিয়োগ দেয়া হবে বলে ফুটবল ফেডারেশন জানিয়েছে।
Leave a reply