জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জেতার লক্ষ্য নিয়ে মাঠে নামা বাংলাদেশকে সাফল্য এনে দিয়েছেন তাসকিন ও মিরাজ। এদিন টসে হেরে বোলিং করতে নেমে জিম্বাবুয়ের ডেরায় আঘাত হানতে সময়ে নেয়নি বাংলাদেশের বোলাররা। প্রথম ওভারেই তাসকিনের বলে পয়েন্টে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন জিম্বাবুয়ের ওপেনার তিনেশে কামুনহুকম্বে।
ইনিংসের ষষ্ঠ ওভারে মিরাজকে বোলিংয়ে আনেন অধিনায়ক তামিম ইকবাল। ওভারের পাঁচ নম্বর বলে নিজের ট্রেডমার্ক সুইং করে ভেতরে ঢোকা বলে তাডিওয়ানাশে মারুনামার উইকেট ভাঙেন মিরাজ।
আউট হওয়ার আগে ১৮ বলে ২ চারে ১৩ রান করেন তাডিওয়ানাশে।
হাতের কব্জির চোট সেরে যাওয়ায় সিরিজ জয়ের মিশনে ফর্মে থাকা লিটনকে নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ। একাদশে আসেনি কোনো পরিবর্তন।
তবে জিম্বাবুয়ের একাদশে দুইটি পরিবর্তন এসেছে। দলে ফিরেছেন সিকান্দার রাজা ও তিনেশে কামুনহুকম্বে। বাদ পড়েছেন রায়ান বার্ল ও টিমিসেন মারুমা।
Leave a reply