সন্ধ্যায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন ড. শামসুল আলম

|

ড. শামসুল আলম। ফাইল ছবি।

প্রতিমন্ত্রী হচ্ছেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ-জিইডি’র সদ্য সাবেক সদস্য ড. শামসুল আলম। সন্ধ্যায় বঙ্গভবনে তাকে শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। ধারণা করা হচ্ছে, তিনি পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন।

এর আগে এক যুগ চুক্তিভিত্তিক দায়িত্ব পালনের পর গত ৩০ জুন পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে মেয়াদ শেষ করেন ড. শামসুল আলম। তিনি পেশাগত জীবনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩৫ বছর অধ্যাপনা করেছেন। পরে প্রেষণে ছুটিতে যান। ২০০৯ সালের ১ জুলাই পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে যোগ দেন তিনি।

কর্মজীবনে দারিদ্র্য বিমোচন কৌশলপত্র, তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা, জাতীয় টেকসই উন্নয়ন কৌশলপত্র, ও ডেল্টা প্ল্যান প্রণয়নে ভূমিকা রাখেন তিনি। কাজের স্বীকৃতিস্বরূপ অর্থনীতিতে একুশে পদক পেয়েছেন ড. শামসুল আলম।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply