রাজধানীতে জমতে শুরু করেছে পশুর হাট

|

সরকারি কর্মদিবস থাকায় সকালে ক্রেতা কম থাকলেও দুপুরের পর বাড়তে থাকে ক্রেতার সংখ্যা।

জমতে শুরু করেছে রাজধানীতে কোরবানির পশুর হাট। সরকারি কর্মদিবস থাকায় সকালে ক্রেতা কম থাকলেও দুপুরের পর বাড়তে থাকে ক্রেতার সংখ্যা।

চাহিদা অনুযায়ী রাজধানীর বিভিন্ন হাটগুলোতে ছোট এবং মাঝারি গরুর সংখ্যাই বেশি। বেপারিরা ছোট আকৃতির গরুর দাম চাইছেন ৫০ থেকে ৯০ হাজার টাকা পর্যন্ত। আর মাঝারি আকারের গরুর দাম চাইছেন ১ থেকে আড়াই লাখ টাকা পর্যন্ত।

ক্রেতাদের অভিযোগ, এবার গরুর দাম অন্য সময়ের তুলনায় অনেক বেশি। তবে ব্যাপারিরা জানান, এবার খাবার ও যাতায়াত খরচ বৃদ্ধির ফলে চলতি বছর গরুর দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে এখন পর্যন্ত গরু বিক্রির হার বেশ কম বলেও জানান তারা। আগামীকাল বিকাল থেকে হাট জমে উঠবে বলে আশা প্রকাশ করেন তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply