প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল থাইল্যান্ড

|

পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষোভকারীদের ওপর চড়াও হয় পুলিশ। আল জাজিরার ছবি।

মহামারি মোকাবেলায় ব্যর্থতার অভিযোগে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল থাইল্যান্ড। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষোভকারীদের ওপর চড়াও হয় পুলিশ।

আন্দোলন ছত্রভঙ্গ করতে রাবার বুলেট এবং টিয়ার গ্যাস ছোঁড়ে নিরাপত্তা বাহিনী। করোনা বিধিমালা অনুসারে, রাজধানী ব্যাংককের রাস্তায় ৫ জনের বেশি মানুষ জমায়েত হওয়া নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা অমান্য করেই রাজপথে নামে হাজারও মানুষ। শিক্ষার্থীদের পরিচালিত ‘ফ্রি ইয়ুথ’ সংগঠনের আয়োজনেই ছিলো এ আন্দোলন। গেলো বছরের জুলাই মাসে, সরকার বিরোধী বিক্ষোভ শুরু করেছিলো সংগঠনটি। বর্তমানে, তাদের অনেক নেতাই ভোগ করছেন কারাদণ্ড। ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মারা গেছে ১০১ জন; শনাক্ত ১১ হাজারের বেশি সংক্রমণ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply