আজ মহাশূন্যে যাবেন জেফ বেজোস

|

আজ মহাশূন্যে যাবেন জেফ বেজোস

ছবি: সংগৃহীত

পৃথিবীর সীমানা ছাড়িয়ে আজ মহাকাশ ভ্রমণে যাবেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি জেফ বেজোস। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ৮টার পর নিজের প্রতিষ্ঠান ব্লু অরিজিনের মহাকাশযান ‘নিউ শেফার্ডে’ রওনা হবেন।

এসময় তার সফর সঙ্গী থাকবেন ছোট ভাই মার্ক বেজস। এছাড়া সহযাত্রী হিসেবে মহাশূন্যে ভাসার অভিজ্ঞতা নিবেন ১৮ বছর বয়সী অলিভার ডায়মেন ও ৮২ বছরের বৃদ্ধা উইলি ফাঙ্ক। মাত্র ১১ মিনিটের এই মহাকাশ যাত্রাকে অনন্য মাইলফলক হিসেবে দেখছেন বেজস।

এরই মধ্যে শেষ করেছেন বিশেষ প্রশিক্ষণ। তার বহনকারী মহাকাশযান নিউ শেফার্ড উড়বে সমতলের ১০৬ কিলোমিটার ওপর দিয়ে। উড্ডয়নের ৪৭ মাইল ওপরে গিয়ে বুস্টার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে রকেটের যাত্রীবাহি অংশটি। সে সময় ৩ মিনিট শূন্যে ভাসার অভিজ্ঞতা নিতে পারবেন তারা। এরপর প্যারাস্যুটে করে ফিরবেন পৃথিবীর বুকে।

এর আগে মহাশূন্য ভ্রমণ করেন ব্রিটিশ ধনকুবের রিচার্ড ব্র্যানসন।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply