কোস্টারিকায় সাড়ে চার হাজার কেজি কোকেইন উদ্ধার

|

কোস্টারিকায় সাড়ে চার হাজার কেজি কোকেইন উদ্ধার

ছবি: সংগৃহীত

মধ্য আমেরিকার দেশ কোস্টারিকায় জব্দ হলো বিপুল পরিমাণ মাদক। পুলিশের অভিযানে উদ্ধার হয় প্রায় সাড়ে চার হাজার কেজি কোকেইন।

কর্তৃপক্ষ জানায়, সিরামিক টাইলসে ভর্তি একটি কন্টেইনারবাহী জাহাজে পাচার করা হচ্ছিলো এগুলো। কলম্বিয়ার টার্কো বন্দর থেকে রওয়ানা দেয় জাহাজটি। আটক করা হয় কোস্টারিকার মোইন বন্দরে। পরিমাণের দিক থেকে দেশটির ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম ও চলতি বছর আটককৃত সবচেয়ে বড় চালান ছিল এটি। সাম্প্রতিক সময়ে কলম্বিয়া থেকে ইউরোপে মাদক পাচারে অন্যতম রুট হয়ে উঠেছে কোস্টারিকা।

মধ্য আমেরিকার বেশিরভাগ দেশই যখন দারিদ্র, রাজনৈতিক সংঘাতে জর্জরিত, সেখানে অন্যতম স্থিতিশীল রাষ্ট্র কোস্টারিকা। তবে মাদক চোরাকারবার বৃদ্ধিতে বেড়েছে উদ্বেগ। চলতি বছর এ পর্যন্ত প্রায় ৪০ হাজার কেজি মারিজুয়ানা ও কোকেইন উদ্ধার হয়েছে দেশটিতে।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply