ভারতে মহামারিকালে অতিরিক্ত ৪০ লাখ মৃত্যু: মার্কিন গবেষণা

|

ভারতে মহামারিকালে অতিরিক্ত ৪০ লাখ মৃত্যু: মার্কিন গবেষণা

ছবি: সংগৃহীত

কোভিড নাইনটিন মহামারিকালে ভারতে স্বাভাবিকের তুলনায় ৪০ লাখ বেশি মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গ্লোব্যাল ডেভেলপমেন্ট প্রকাশিত গবেষণায় উঠে এসেছে এ তথ্য।

মহামারির সার্বিক প্রভাব বিবেচনা করা হয়েছে এ পরিসংখ্যানে। তিনটি ভিন্ন তথ্যসূত্র ব্যবহার করা হয়েছে গবেষণায়।

মূলত আগের বছরগুলোর তুলনায় মৃত্যুহার কি পরিমাণ বেড়েছে তা উঠে এসেছে প্রতিবেদনে। সরকারি হিসেবে ভারতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪ লাখ ১৪ হাজারের বেশি মানুষের। এক বছরে সবমিলিয়ে প্রাণহানি এর ১০ গুণ বেশি।

মার্কিন গবেষকদের দাবি, ভাইরাসে প্রকৃত মৃত্যুসংখ্যাও আরও কয়েকগুণ বেশি। । তবে ঠিক কত সংখ্যক মৃত্যু সরাসরি ভাইরাসের কারণে হয়েছে তা স্পষ্ট বলা হয়নি গবেষণা প্রতিবেদনে।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply