ভারতে চার মাসে সবচেয়ে কম শনাক্ত আজ

|

ভারতে এক মাস ধরে করোনা শনাক্তের হার ছিল ৩ শতাংশের নিচে। ফিনান্সিয়াল টাইমসের ছবি।

ভারতে চার মাসের মধ্যে করোনাভাইরাসে সবচেয়ে কম শনাক্ত হয়েছে আজ। ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৯৩ জন। ভারতীয় ইংরেজি সংবাদমাধ্যম এনডিটিভির একটি খবরে এমন তথ্য জানানো হয়েছে। তারা জানিয়েছে, ৩১ মার্চের পর আজকের শনাক্ত সংখ্যাই সবচেয়ে কম।

জানানো হয়েছে, ভারতে প্রায় এক মাস ধরে পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার ছিল ৩ শতাংশের নিচে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী দুই সপ্তাহ ধরে ৫ শতাংশের নিচে করোনা শনাক্ত হওয়ার অর্থ সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

ভারতে বাড়ছে করোনা থেকে সেরে ওঠার হারও। দেশটিতে এই হার ৯৭ শতাংশেরও কিছুটা বেশি।

দেশটিতে এখনও পর্যন্ত মোট সংক্রমিতের সংখ্যা ৩ কোটি ১১ লাখ ৭৪ হাজারের কিছু বেশি। আর করোনায় মারা গেছেন ৪ লাখ ১৪ হাজার ৪৮২ জন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply