সরকার বিরোধী বিক্ষোভে আবারও উত্তাল কলম্বিয়া

|

আবারও বিক্ষোভে উত্তাল কলম্বিয়া।

সরকার বিরোধী বিক্ষোভে আবারও উত্তাল কলম্বিয়া। মঙ্গলবার নিরাপত্তা বাহিনীর সাথে ব্যাপক সংঘর্ষ হয় আন্দোলনকারীদের।

গত ২৮ এপ্রিল প্রেসিডেন্ট ইভান দুকের বিতর্কিত কর সংস্কার বিলকে কেন্দ্র করে এ আন্দোলনের সূত্রপাত হয়। সে সময় টানা ৬ সপ্তাহ চলে বিক্ষোভ-সহিংসতা। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ৩৯৫ কোটি ডলারের বিলটি কংগ্রেসে উত্থাপন করে সরকার। প্রতিবাদে রাস্তায় নেমে আসে সরকার বিরোধীরা।

রাজধানী বোগোতার ২৩টি স্থানে বড় ধরণের সমাবেশ হয়। অর্থনৈতিক সংকট, পুলিশের নৃশংসতার বিরুদ্ধে শ্লোগান দেয় তারা। মিছিল নিয়ে এগিয়ে যেতে চাইলে বাধা দেয় পুলিশ। তাদেরকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে পুলিশ। দফায় দফায় চলে দু’পক্ষের সংঘর্ষ। আটক করা হয় কয়েকজনকে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply