কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফ শাহপরীরদ্বীপে বিদ্যুতের তার ছিঁড়ে নারীসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।
বৃহস্পতিবার (২২ জুলাই) সন্ধ্যায় দক্ষিণ পাড়া এলাকায় আব্দুল আমিনের বসতবাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলেই নিহত হন বাড়ির মালিক আব্দুল আমিনের বোন রমিদা বেগম (২৮) ও টেকনাফ সদর ইউনিয়নের মো. করিমের ছেলে কলিম উল্লাহ (২৪)।
এসময় দুজন আহত হয়। এদের মঘ্যে আব্দুল আমিনের মেয়ে বকেয়া আক্তারকে (১৪) মুমূর্ষু অবস্থায় টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। এছাড়া আহত হন নিহত রমিদার মেয়ে নাইমা আক্তার (৪)। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
দুর্ঘটনার সময় বাড়িতে থাকা আব্দুল আমিনের ভাই সৈয়দ আমিন জানান, বাড়ির চালের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের লাইন গাছের ডালের সাথে লেগে শর্টসার্কিট হচ্ছিল। একপর্যাায়ে হঠাৎ টিনের চালে বিদ্যুতের তার ছিঁড়ে পড়লে বিকট শব্দ হয়। এসময় ঘরের ভেতরে থাকা ৩ জন বের হতে পারলেও অন্য ৪ জন বিদ্যুতায়িত হয়ে হতাহতের এ ঘটনা ঘটে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
Leave a reply