রাজধানীর খিলগাঁও পল্লীমা সংসদের মাঠে গণসংগীত শিল্পী, মুক্তিযোদ্ধা ফকির আলমগীরের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। এর আগে তাকে গার্ড অফ অনার দেয়া হয়।
জানাজার আগে দেশবাসীর কাছে দোয়া চান ফকির আলমগীরের পরিবার। আহ্বান জানান, বিশিষ্ট এ সঙ্গীত শিল্পীকে স্বাধীনতা পদকে ভূষিত করার।
খিলগাঁওয়ে জানাজা শেষে ফকির আলমগীরের মরদেহ নেয়া হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে নানা শ্রেণি-পেশার মানুষ তাকে শ্রদ্ধা জানাবেন। এরপর দুপুর একটা নাগাদ আবার খিলগাঁও মাটির মসজিদে নেয়া হবে ফকির আলমগীরের মরদেহ। সেখানে দ্বিতীয় নামাজে জানাজা শেষে দাফন করা হবে তালতলা কবরস্থানে।
ফকির আলমগীর ষাটের দশক থেকে গণসংগীতের সঙ্গে যুক্ত। ক্রান্তি শিল্পী গোষ্ঠী ও গণশিল্পী গোষ্ঠীর সদস্য হিসেব ১৯৬৯-এর গণঅভ্যুত্থানে শামিল হয়েছিলেন তিনি। মুক্তিযুদ্ধের সময় যোগ দেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে।
ইউএইচ/
Leave a reply