আবার উত্তাল দখলকৃত পশ্চিমতীর। অবৈধ বসতি গড়াকে কেন্দ্র করে শুক্রবার ইসরায়েলি বাহিনীর সাথে ফিলিস্তিনিদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে।
পশ্চিমতীরের বেইতা গ্রামে এ ঘটনা ঘটেছে। আহত অন্তত ১৪০ ফিলিস্তিনি। মে মাসের শুরুর দিকে এলাকাটিতে ইসরায়েলিরা অবৈধ ফাঁড়ি স্থাপন করলে এ ঘটনার সূত্রপাত হয়। এরপর কয়েক সপ্তাহের মাঝেই ইসরায়েলিরা সেখানে ভবন স্থাপন করলে চরমে পৌঁছায় উত্তেজনা। ওই দিন এর প্রতিবাদে পথে নামে ফিলিস্তিনিরা।
ফিলিস্তিনিদের দাবী, তাদের জায়গায় অবৈধ এ স্থাপনা গড়া হয়েছে। দখলদার ইসরায়েলি বাহিনী রাবার বুলেট আর টিয়ায় গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে। পাথর ছুড়ে এর জবাবে দেয় ফিলিস্তিনিরা। অবৈধ বসতি গড়াকে কেন্দ্র করে প্রায়ই এ সংঘাতের ঘটনা ঘটে এলাকাটিতে। এবারে নাফতালি বেনেট ক্ষমতায় আসার পর ফাঁড়িটি ছেড়ে যায়। তবে সেনাবাহিনী এসে আবার ঘাটি গড়লে অসন্তোষ ছড়িয়ে পরে।
Leave a reply