অবশেষে দেশে আসছে করোনা ভাইরাস প্রতিরোধে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা টিকা। ২ লাখ ৪৫ হাজার ডোজ টিকা দুপুরে পৌঁছাবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সোয়া তিনটায় দিকে ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের একটি ফ্লাইটে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা জাপান থেকে ঢাকায় আসার কথা রয়েছে।
বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর কাছে এসব টিকা হস্তান্তর করবে জাপান দূতাবাস। এর ফলে, যারা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ নিয়েছেন তারা দ্বিতীয় ডোজ পাবেন শীগগির। আগামী সপ্তাহে আসতে পারে আরও ২৬ লাখ টিকা। ফলে দ্বিতীয় ডোজ পাওয়ার যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল তা কাটতে যাচ্ছে।
Leave a reply