দেশে পৌঁছেছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২ লাখ ৪৫ হাজার টিকা

|

বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর কাছে এসব টিকা হস্তান্তর করে জাপান দূতাবাস।

অবশেষে দেশে এসেছে করোনা ভাইরাস প্রতিরোধে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা টিকা। কোভ্যাক্স সুবিধার আওতায় জাপান সরকারের দেওয়া উপহার হিসেবে ২ লাখ ৪৫ হাজার ডোজ টিকা দেশে এসে পৌঁছায়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আজ শনিবার (২৪ জুলাই) বিকাল সোয়া তিনটায় ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে টিকাগুলো। বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর কাছে এসব টিকা হস্তান্তর করে জাপান দূতাবাস।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ভ্যাকসিন নিয়ে আগামীতে আর কোন সংকট হবে না। আমরা স্থানীয় পর্যায়ে করোনার ভ্যাকসিন উৎপাদনের ব্যাপারে ভাবছি।

টিকা হস্তান্তরের সময় জাপানের রাষ্ট্রদূত জানিয়েছেন, মোট ৩০ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা একমাসের মধ্যে ঢাকায় পৌছাবে।

নতুন এসব টিকা আসায়, যারা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ নিয়েছিলেন তারা দ্বিতীয় ডোজ পাবেন শীগগির। আগামী সপ্তাহে আসতে পারে আরও ২৬ লাখ টিকা। ফলে দ্বিতীয় ডোজ পাওয়ার যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল তা কাটতে যাচ্ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply