করোনা মহামারিকালে নানা সঙ্কটে থাকা কিউবায় ৮৮ টন মানবিক সহায়তা পাঠালো রাশিয়া। শনিবার হাভানায় পৌঁছায় মস্কোর পাঠানো খাদ্যপণ্য ও চিকিৎসা সরঞ্জাম।
সামরিক দুটি কার্গো বিমানে পাঠানো হয় এসব ত্রাণসামগ্রী। এর আগে বৃহস্পতিবার হাভানায় সহায়তা সামগ্রী পাঠায় মেক্সিকো। মার্কিন নিষেধাজ্ঞা জোরালো করার পর, কিউবার পাশে এগিয়ে এসেছে মিত্র দেশগুলো।
যুক্তরাষ্ট্রের অবরোধের মুখে নানা ধরনের সংকট লেগেই থাকে কিউবার অর্থনীতিতে। মহামারিকালে এ সঙ্কট চরমে পৌঁছায়। খাদ্য সঙ্কট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির অভিযোগ এনে চলতি মাসে বড় ধরনের সরকারবিরোধী বিক্ষোভ হয় দেশটিতে। অবশ্য, হাভানার অভিযোগ, যুক্তরাষ্ট্রের ইন্ধনে ষড়যন্ত্রমূলক এ বিক্ষোভ।
এনএনআর/
Leave a reply