গণবিক্ষোভের জেরে তিউনিসিয়ার পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করলেন প্রেসিডেন্ট কায়েস সাঈদ। বরখাস্ত করেছেন প্রধানমন্ত্রী হিশাম মেশিশিকে।
কোভিড নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে গত কয়েকদিন ধরেই বিক্ষোভে উত্তাল দেশটি। প্রতিবাদ জানাতে রোববার রাজপথে নামে লাখো মানুষ। এদিন পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ হয় আন্দোলনকারীদের।
অস্থিরতার প্রেক্ষিতে নিরাপত্তা বিষয়ক জরুরি সভা ডাকেন প্রেসিডেন্ট কায়েস। রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে ঘোষণা দেন সামাজিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে দেশের নির্বাহী দায়িত্ব গ্রহণ করবেন তিনি। নতুন প্রধানমন্ত্রী নিয়োগের কথাও জানান।
এদিকে প্রেসিডেন্টের পদক্ষেপকে অভ্যুত্থান হিসেবে দেখছে বিরোধীরা। এক বছরের বেশি সময় ধরে কায়েসের সাথে দ্বন্দ্ব চলছিল বিদায়ী প্রধানমন্ত্রীর। তবে প্রধানমন্ত্রীকে বরখাস্তের ঘোষণায় রাজপথে উল্লাস করে হিশাম মেশিশি’র বিরোধীরা।
এনএনআর/
Leave a reply