নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় জমজমাট চট্টগ্রামের ফিশারি ঘাট

|

ছবি: সংগৃহীত

সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় জমজমাট মাছের আড়ত। চট্টগ্রামের ফিশারি ঘাটে একের পর এক ট্রাকভর্তি ইলিশ মাছ আসছে।

প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত চলছে মাছ বেচাকেনা। এরপর এসব মাছ চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। আকারভেদে প্রতি মণ ইলিশ বিক্রি হচ্ছে ১৫ থেকে ১৮ হাজার টাকায়।

জেলেরা জানান, তিন নম্বর সতর্কতা সঙ্কেত থাকায় এখনও গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে পারেননি তারা। এ দুইদিন উপকূলবর্তী এলাকাগুলোতে যে মাছ পাওয়া গেছে তা আকারে কিছুটা ছোট। তবে কয়েকদিনের মধ্যেই বড় ইলিশ ধরা পড়বে বলে আশা করছেন তারা।

উল্লেখ্য, গত শুক্রবার মধ্যরাতে ৬৫ দিনের মাছ ধরায় নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply