তরুণ প্রজন্মকে কৃষিতে উৎসাহিত করতে হবে: প্রধানমন্ত্রী

|

কৃষিকে বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়; কৃষির উন্নয়নের মধ্য দিয়েই দেশ এগিয়ে যাবে। এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তরুণ প্রজন্মকে আধুনিক কৃষিতে উৎসাহিত করতে পাঠ্যক্রমে কৃষিকে ব্যবহারিক শিক্ষা হিসেবে অন্তর্ভুক্ত করার পরামর্শ দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘বঙ্গবন্ধু কৃষি পদক’ প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। ন্যায্যমূল্যে কৃষকের হাতে বীজ ও সার তুলে দিতে হবে বলেও জানান তিনি।

কৃষি খাতের উন্নয়নে বিগত কয়েক বছরে সরকারের নেয়া নানা প্রকল্পের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পাশাপাশি বিদেশে রফতানিতেও নজর বাড়াতে হবে। ১৯৯৬ সালে আমরা যখন ক্ষমতায় আসি দেশে ৪০ লাখ মেট্রিক টন খাদ্য ঘাটতি ছিল। ৯৮ সালের বন্যায় দেশের পরিস্থিতি ছিল ভয়াবহ। বিশ্বব্যাংক বলেছিল মানুষ খাবার না পেয়ে মারা যাবে। কিন্তু একটা মানুষও না খেয়ে মারা যায়নি। ৯৮ সালেই ঘাটতি পূরণ করে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলাম। এখন আমরা ধান উৎপাদনে বিশ্বে চতুর্থ স্থানে।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply