শৈত্যপ্রবাহ ‘হার্টমুট’-এর প্রভাবে বিপর্যস্ত মধ্য ও উত্তর ইউরোপ। এখন পর্যন্ত ৪২ জনের মৃত্যুর খবর জানা গেছে; এদের বেশির ভাগই গৃহহীন।
এরমাঝে সবচেয়ে ক্ষতিগ্রস্ত পোল্যান্ড, দেশটিতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৮ জন। এছাড়া, চেক প্রজাতন্ত্র ও লিথুনিয়ায় শীতজনিত কারণে মারা গেছে ছ’জন করে মানুষ।
ফ্রান্স, ইতালি, স্লোভাকিয়া ও রোমানিয়ায়ও প্রাণ হারিয়েছেন অনেকে। আবহাওয়াবীদরা বলছেন, সোমবার থেকে শুরু হওয়া শৈত্যপ্রবাহে বিভিন্ন দেশে রাতের তাপমাত্রা হিমাঙ্কের ২৫ থেকে ৩০ ডিগ্রি নিচে পর্যন্ত রেকর্ড করা হয়েছে। প্রচণ্ড তুষারপাতে ইউরোপের নানা দেশে হয়েছে সড়ক দুর্ঘটনা; কোনো কোনো মহাসড়কে প্রায় ৩০ সেন্টিমিটার পর্যন্ত পুরু তুষার পড়েছে। যারফলে, অচল হয়ে পড়েছে যান চলাচল।
ইউরোপের অনেক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আবহাওয়াবীদরা বলছেন, শনিবার থেকে কমবে এই শৈত্যপ্রবাহ।
Leave a reply