ষাটোর্ধ্ব ব্যক্তিদের করোনা টিকার বুস্টার ডোজ প্রয়োগ করতে যাচ্ছে ইসরায়েল। শুক্রবার থেকে এ কর্মসূচি শুরুর ঘোষণা দেন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। এর মাধ্যমে বিশ্বের প্রথম দেশ হিসেবে জনগণকে তৃতীয় ডোজ দেয়া শুরু করছে দেশটি। প্রয়োগ করা হবে ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন।
যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা যখন ভ্যাকসিনের বুস্টার ডোজ প্রয়োগ নিয়ে দ্বিধা বিভক্ত তখন, গণহারে তৃতীয় ডোজ টিকা প্রয়োগের পরিকল্পনা তেল আবিবের।
সম্প্রতি দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ কর্মসূচি শুরুর অনুমোদন দেয়। তবে সরকারের সিদ্ধান্তের সমালোচনা করছেন অনেক বিশেষজ্ঞ। তৃতীয় ডোজের ঝুঁকি বা কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের আহ্বান তাদের।
এ পর্যন্ত ইসরায়েলের মোট জনগোষ্ঠীর ৬১ দশমিক ৪ শতাংশ মানুষ পেয়েছে করোনা টিকার ২ ডোজ।
এনএনআর/
Leave a reply