করোনা সংক্রমণ বাড়ায় ফের লকডাউনে গেলো ভারতের কেরালা রাজ্য। বৃহস্পতিবার দুইদিনের লকডাউন ঘোষণা করে রাজ্য সরকার।
বর্তমানে করোনার হটস্পট হয়ে উঠেছে কেরালা। রাজ্যের পরিস্থিতি বিশ্লেষণে বিশেষজ্ঞদের একটি প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। অতিরিক্ত সংক্রমণের কারণ ও বিস্তার রোধে করণীয় অনুসন্ধানে সেখানে কাজ করবেন তারা। এর প্রেক্ষিতে অস্থায়ীভাবে দুই দিনের এ লকডাউনের সিদ্ধান্ত রাজ্য সরকারের। তবে শনিবার থেকে পুরোপুরি লকডাউনের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।
সম্প্রতি ভারতে দৈনিক শনাক্ত নিম্নমুখী হলেও রাজ্য হিসেবে কেরালার পরিস্থিতি বেশ শোচনীয়। ভারতের মোট সক্রিয় রোগীর ৩৭ শতাংশই এই রাজ্যের। যেসব এলাকায় সংক্রমণ বেশি, সেসব জায়গায় জারি করা রয়েছে বিশেষ বিধিনিষেধ।
ইউএইচ/
Leave a reply