অলিম্পিক টেনিসের পুরুষ এককের সেমিফাইনাল থেকে বিদায় নিলেন শীর্ষ বাছাই সার্বিয়ান নোভাক জোকোভিচ। পরাজয়ের প্রায় অপরিচিত স্বাদ তাকে উপহার দিয়েছেন জার্মানির আলেক্সান্ডার জেরেভ। আজ (৩০ জুলাই) ১-৬, ৬-৩, ৬-১ গেমে জোকোভিচকে হারিয়ে পুরুষ এককের ফাইনালে পৌঁছে গেছেন ২৪ বছর বয়সী জেরেভ।
পেশাদার ক্যারিয়ারে সর্বোচ্চ ৩ নম্বর র্যাঙ্কিং অর্জন করেছিলেন জেরেভ। ২০১৮ সালের এটিপি ফাইনালের জয়ই ছিল এ পর্যন্ত জার্মান এ টেনিস খেলোয়াড়ের সেরা অর্জন। জোকোভিচের এ পরাজয়ের মাধ্যমে আবারও দৃশ্যমান হলো ‘ফ্যাভ থ্রি’র পর টেনিসে আসছে নেক্সট জেনারেশন।
টেনিসের বিশ্বসেরা তিন তারকার মধ্যে শুধু রাফায়েল নাদালের আছে অলিম্পিকে স্বর্ণপদক জয়ের সাফল্য। রজার ফেদেরারও পারেননি এই সাফল্যের স্বাদ নিতে। এবার তাই অলিম্পিকে স্বর্ণপদক নিজের করার লক্ষ্য নিয়েই আসরে এসেছিলেন জোকোভিচ। কিন্তু ফাইনালে উঠার লড়াইয়ে জার্মান তারকা আলেক্সান্ডার জেরেভের কাছে হেরে আসর থেকে বিদায় নিতে হল জোকোভিচকে। অলিম্পিকে তাই স্বর্ণ পাওয়ার আক্ষেপ থেকেই গেল সার্বিয়ান নাম্বার ওয়ানের।
Leave a reply